অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ উদাহরণসহ
1 . শব্দে শুরুতে যদিও অ থাকে, এরপর যদি য-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে অ উচ্চারণ ও - কারের মত হয়। কন্যা (কোননা) বন্যা (বোননা)
2 . শব্দে শুরুতে যদিও অ থাকে, এরপর যদি ই,উ, - কার থাকে অ উচ্চারণ ও - কারের মত হয়। অভিযান ( ওভিজান), অতি (ওতি)
3. শব্দে শুরুতে যদিও অ থাকে, এরপর যদি যুক্তবর্ণ ‘ক্ষ’ থাকে অ উচ্চারণ ও - কারের মত হয়। লক্ষ (লোকখো)
4 . শব্দে শুরুতে যদিও অ থাকে, এরপর যদি ঋ- কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে অ উচ্চারণ ও - কারের মত হয়। যকৃৎ (জোকৃত)
5 . শব্দে শুরুতে যদিও অ থাকে, এরপর যদি অ যুক্ত র-ফলা থাকলে, আদ্য অ এর উচ্চারণ উচ্চারণ ও - কারের মত হয়। গ্রন্থ (গোনথো) ব্রত (ব্রাতো)
অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ উদাহরণসহ PDF
Tags
bangla 2nd Paper